বাংলাদেশের বগুড়া জেলার এটি একটি পাখির খামার। একজন নারীর উদ্যোগে গড়ে উঠেছে এই খামারটি। উনার বাড়ীর আশে পাশে রয়েছে বেশ কিছু পাখির দোকান। এই দোকান গুলো দেখে তিনি পাখির খামার করার উদ্যোগ নেন। কথা বলে জানতে পারলাম, বর্তমানে তার খামারে প্রায় এক হাজার বাজরিকাসহ অন্যান্য প্রজাতির পাখি আছে।